লাইসেন্স এবং বিআরটিএ সংক্রান্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করার পূর্বে এবং পরে বিভিন্ন জটিলতা সংক্রান্তে এবং তথ্য জানতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে,
০১। প্রশ্নঃ আমার ড্রাইভিং লাইসেন্স করার সময় শুধু মোটরসাইকেল দিয়েছিলাম, প্রায় এক বছর হয়ে গেছে। এখন হালকা license এ মোটরযান যুক্ত করতে চাচ্ছি করণীয় কি ?
উত্তরঃ আবার নতুন করে আবেদন পূর্বক পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে সম্ভব।
০২। প্রশ্নঃ লার্নার আবেদন করতে কি কি লাগবে?
উত্তরঃ লার্নার করতে শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, ভোটার আইডি কার্ড এর কপি, মেডিকেল সার্টিফিকেট, নিজের নামে রেজিষ্ট্রেশন করা সিম, বিদ্যুৎ বিলের কপি প্রয়োজন।
০৩। প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স করার জন্য নূন্যতম বয়স কত বছর হতে হবে ?
উত্তরঃ অপেশাদার Driving license এর ক্ষেত্রে ১৮ বছর এবং পেশাদার Driving license এর জন্য ২১ বছর হতে হবে।
০৪। প্রশ্নঃ অপেশাদার লাইসেন্স করলে, উবার, পাঠাও বা এযাবতীয় গাড়ী চালাতে কোন প্রবলেম হবে কি ?
উত্তরঃ নিয়ম অনুযায়ী বানিজ্যিক যে কোন কাজের জন্য পেশাদার Driving license বাধ্যতামূলক, তবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে উবার ও পাঠাও রাইড করার জন্য ট্রাফিক পুলিশ সচরাচর মোটরসাইকেল ড্রাইভারদেরকে মামলা দেয়না, এটা পুলিশ কর্তৃক ছাড় দেওয়া বলা যায়, তবে মামলা দেওয়ার আইনত সুযোগ রয়েছে।
০৫। প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স কি স্থায়ী ঠিকানা থেকেই করতে হবে নাকি অন্য কোন জায়গা থেকে বা বর্তমান ঠিকানার BRTA থেকে করা যায় ?
উত্তরঃ যে কোন জায়গার বিআরটিএ থেকে করা যাবে, তবে স্থায়ী ঠিকানায় করাই উত্তম।
০৬। প্রশ্নঃ দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে সরকারি প্রকৃত ফি কত?
উত্তরঃ ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ Driving license এর আবেদন করতে হবে। শুধু মোটরসাইকেল বা শুধু হালকা মোটরযান এর লার্নারের জন্য আবেদন করতে ফি দিতে হবে ৫১৮ টাকা এবং মোটরসাইকেলসহ হালকা মোটরযান এর লার্নারের জন্য আবেদন করতে ফি দিতে হবে ৭৪৮ টাকা। পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল অপেশাদার লাইসেন্স এর জন্য ভ্যাটসহ আনুষাঙ্গিক সকল কিছু মিলিয়ে সর্বমোট ৪৪৯৭ টাকা এবং ডেলিভারি ফি হিসেবে ৬০ টাকা নিয়ে থাকে, এতে আপনার ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে পৌছে দিবে। অপেশাদার license এর মেয়াদ ১০ বছর হয়ে থাকে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদ হয়ে থাকে ৫ বছর, এক্ষেত্রে ভ্যাটসহ আনুষাঙ্গিক সকল কিছু মিলিয়ে সর্বমোট ২৭৭২ টাকা এবং ডেলিভারি ফি হিসেবে ৬০ টাকা নিয়ে থাকে।
০৭। প্রশ্নঃ পরীক্ষার যে তারিখ দিয়েছে সেইদিন আমার অন্য জরুরী কাজ আছে, অনুপস্থিত থাকলে কি সমস্যা হবে অথবা পুনরায় পরীক্ষা দিতে কি করবো ?
উত্তরঃ পরীক্ষার তারিখ পরিবর্তন বা রিএক্সাম এর ডেইট নেওয়া যায়, ২৮৮ টাকা ফি লাগতে পারে।
০৮। ড্রাইভিং লাইসেন্স এর জন্য পুলিশ ভেরিফিকেশন কি বাধ্যতামূলক ? ভেরিফিকেশন হতে কতদিন সময় লাগে ?
উত্তরঃ বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হচ্ছে না অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই Driving license পাওয়া যাচ্ছে।
০৯। প্রশ্নঃ ইন্টারন্যাশনাল Driving license থাকলে কি বিদেশে ড্রাইভিং করা যায় ?
উত্তরঃ বিভিন্ন দেশের অভ্যন্তরে ঐদেশের নিজস্ব কিছু নিয়ম-নীতি থাকে, শ্রীলংকায় গাড়ী চালাতে হলে আর্ন্তজাতিক লাইসেন্স এর কপি জমা দিয়ে ঐদেশের অনুমতি নিতে হবে। থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় আর্ন্তজাতিক লাইসেন্স দিয়ে চালানো যায়। ইংল্যান্ডসহ অন্যান্য কিছু দেশেও চালানো যায় তবে ইন্সুরেন্স করে নিতে হয়।
১০। প্রশ্নঃ লার্নার এর আবেদন করার কতদিন পর পরীক্ষার ডেইট হয় এবং কতদিন পর ড্রাইভিং লাইসেন্সের সফট কপি/অনলাইন কপি পাওয়া যায় ?
উত্তরঃ ১-২ মাস পর পরীক্ষা হয়। পরীক্ষায় পাশ ও ফি জমা দেওয়ার ৪-৫ দিনের মধ্যেই অনলাইনে সফট কপি পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে এর থেকে বেশি সময়ও লেগেছে। স্মার্ট কার্ড পাওয়ার বিষয়ে কোন গ্যারেন্টি নাই প্রায় ২ বছর পরেও অনেকে স্মার্টকার্ড পেয়েছে।
১১। প্রশ্নঃ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই, কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারি ?
উত্তরঃ ৮ম শ্রেণীর একটা প্রত্যয়ন পত্র হলেই হবে।
১২। প্রশ্নঃ Dear………, Application approved. Driving License Card printed. Will be dispatched to circle office for delivery. BRTA এর মানে কি ?
উত্তরঃ স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে, গ্রাহকের কাছে পৌছানোর জন্য দ্রুতই অফিস থেকে পোষ্ট অফিসে পাঠানো হবে।
১৩। প্রশ্নঃ CARD DELIVERED TO APPLICANT এর মানে কি ?
উত্তরঃ স্মার্ট কার্ড প্রার্থীর কাছে সরবরাহ করা হলে এমন স্টেটাস দেখা যায় তবে বর্তমানে বিআরটিএ অফিস থেকে পোষ্ট অফিসে দেওয়া মাত্রই এমন স্টেটাস চলে আসে, পোস্ট অফিসে দেওয়ার ৪-৫ দিনের মধ্যেই কার্ড ডেলিভারি পাওয়া যায়।
১৪। প্রশ্নঃ APPLICATION APPROVED. DRIVING LICENSE CARD READY FOR PRINT এর মানে কি ?
উত্তরঃ এই স্টেটাস এর মানে হলো ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড প্রিন্টের জন্য অপেক্ষমান আছে। প্রিন্ট হতেই মূলত বিলম্ব হয় এছাড়া অন্যান্য কার্যক্রম দ্রুতই সম্পন্ন হয়।
১৫। প্রশ্নঃ APPLICATION APPROVED. DRIVING LICENSE CARD NOW READY TO PICK FROM CIRCLE OFFICE এর মানে কি ?
উত্তরঃ এই স্টেটাস এর মানে হলো ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড সংগ্রহের জন্য বিআরটিএ অফিসে রয়েছে, অফিসে গিয়ে রিসিভ করা যাবে।
১৬। প্রশ্নঃ International Driving Licence করতে কতদিন সময় লাগে এবং ফি কত টাকা ?
উত্তরঃ International Driving Licence বা আর্ন্তজাতিক ড্রাইভিং লাইসেন্স করা একদম সহজ, কাগজ গুলো নিয়ে অফিসে গিয়ে আবেদন করলেই হবে, আবেদন ফি ২৫০০/-।
১৭। প্রশ্নঃ বাইকের রেজিষ্ট্রেশন ফি ?
উত্তরঃ ৮০ থেকে ৯৯ সিসি বাইকের রেজিষ্ট্রেশন ফি দুই বছরের ৯,২৯১ টাকা এবং ১০ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ১৩৮৯১ টাকা। ১০০ সিসি বাইকের দুই বছরের ট্যাক্স টোকেনসহ রেজিস্ট্রেশন ফি ১০,৪৪১ টাকা, ১০ বছরের জন্য ১৯,৪৪১ টাকা। ১০১ থেকে ১৫৯ সিসি বাইকের রেজিষ্ট্রেশন ফি ১১,৭৬৪ টাকা এবং ১০ বছরের জন্য ২০,৭৬৪ টাকা।
১৮। প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর সর্বোচ্চ কয়দিন পর্যন্ত টাকা জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে ?
উত্তরঃ ১৫ দিনের মধ্যে দিলে ভালো, ১৫ দিন ওভার হয়ে গেলে জরিমানা দিতে হবে, তবে টাকা জমা দেওয়ার সুযোগ দীর্ঘ ২-৪-৬ মাস পর্যন্ত পাওয়া যায়।
১৯। প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স ফি জমা দিয়েছি বেশ কয়েকদিন হয়েছে কিন্তু এখন পর্যন্ত ই-ড্রাইভিং লাইসেন্স যোগ হয়নি করণীয় কি ?
উত্তরঃ ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করে দেখার পরেও না হলে অফিসে যোগাযোগ করা যেতে পারে।
২০। প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি বাইকের মালিকানা পরিবর্তন করা যাবে ?
উত্তরঃ অফিসিয়ালি না, তবে চেষ্টা করে দেখতে পারেন কারো হেল্প নিয়ে হলে হতেও পারে।
২১। প্রশ্নঃ বাইকের টেক্স টোকেন এর মেয়াদ শেষ হলে রিনিউ করতে কত টাকা লাগবে ?
উত্তরঃ প্রথমবার রিনিউ ৩৪৫০/-, পরবর্তীতে ২৩০০/-।
২২। প্রশ্নঃ বাইকের স্মার্টকার্ড পাওয়ার পূর্বে Acknowledgement slip হারিয়ে গেলে কি করণীয় ?
উত্তরঃ প্রথমে থানায় হারানো সংক্রান্তে অনলাইনে জিডি করতে হবে, পরে জিডির কপি নিয়ে ট্রাফিক অফিস থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে, অতপর বিআরটিএ অফিসে গিয়ে নির্ধারিত ফি দিয়ে নতুন কাগজ নিতে হবে।
২৩। প্রশ্নঃ মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন ফি কত ?
উত্তরঃ বাইকের মালিকানা পরিবর্তন ফি হচ্ছে রেজিষ্ট্রেশন ফি এর ৩ ভাগের ১ ভাগ।
২৪। প্রশ্নঃ বিআরটিএ পোর্টাল থেকে বর্তমান ঠিকানা চেঞ্জ করবো কিন্তু এডিট অপশন আসেনা, এটা কি এডিট করা যায় ?
উত্তরঃ আপাতত ঠিকানা সংশোধন/পরিবর্তন করা যাচ্ছে না।
২৫। প্রশ্নঃ Licence প্রিন্টেড দেখালে কয় দিনের মধ্যে পাওয়া যেতে পারে ?
উত্তরঃ বর্তমানে নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় কার্ড পাওয়া যাচ্ছে না, যথেষ্ট বিলম্ব হচ্ছে, তবে যদি সার্ভারে প্রিন্টেড দেখায় তাহলে ১৫-২০ দিনের মধ্যে পেয়ে যাবেন।
২৬। প্রশ্নঃ মূল ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড পাইনি, অনলাইন থেকে ই-লাইসেন্স ডাউনলোড করেছি, এটা দিয়ে কি গাড়ী চালানো যাবে, পুলিশ মামলা দিবে কিনা ?
উত্তরঃ হ্যাঁ ই-লাইসেন্স বা অনলাইন কপি দিয়ে গাড়ী চালানো যাবে, পুলিশ মামলা দিবেনা, স্মার্ট কার্ড দিয়ে যা করা যায় ই-লাইসেন্স দিয়েও সকল কাজ করা যায়।
২৭। প্রশ্নঃ ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে করণীয় কি ?
উত্তরঃ বর্তমানে সকল Driving license পোষ্ট অফিসের মাধ্যমে পৌছানো হচ্ছে, ফলে ডেলিভারি স্লীপ এর প্রয়োজন নেই।
২৮। প্রশ্নঃ লার্নার এর মেয়াদ শেষ হলে কি অন্য যেকোনো বিআরটিএ থেকে লার্নার করা যাবে ?
উত্তরঃ হ্যাঁ, করা যাবে।
কিভাবে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করতে হয় এবং কি কি কাগজপত্র প্রয়োজন, ফি কত এই সংক্রান্তে বিস্তারিত জানতে এবিষয়ে আমাদের ওয়েব সাইট eicenterbd.com এ একটি ব্লগ রয়েছে ব্লগটি পড়তে এখানে ক্লিক করুন, যা পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এরকম আরো তথ্যবহুল ও শিক্ষামূলক আর্টিকেল পড়তে আমাদের e i center এর সাথেই থাকুন।
প্রচলিত আইনে ১৮ বছরের নিচে সম্ভব না, তবে কোনভাবে ১৮ এর উর্ধ্বে বয়স তা প্রমাণ করতে পারলে সম্ভব।