ব্লগ/কন্টেন্ট/আর্টিকেল লিখে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা
ব্লগিং করে কিভাবে অনলাইনে ইনকাম যায়
অনলাইনে ইনকাম করার বিভিন্ন মাধ্যমের মধ্যে ব্লগ বা কন্টেন্ট বা আর্টিকেল রাইটিং করে ইনকাম করা একটি মাধ্যম। এখানে বিভিন্ন বিষয়ে আপনি ব্লগ লিখে পাবলিশ করে টাকা আয় করতে পারেন। এসময় বাংলা লিখায় এডসেন্স বা বিজ্ঞাপন এপ্রুভ করতো না, শুধু মাত্র ইংরেজি লিখাতে এডসেন্স এপ্রুভ হত, কিন্তু সমস্যা হচ্ছে আমরা অধিকাংশরাই ইংরেজিতে এতটা দক্ষ নই, কিছু মানুষ আছি যারা ঠুকঠাক ইংরেজি বুঝলেও কোন বিষয়ে ইংরেজিতে ব্লগিং করার জন্য যতটা দক্ষতা প্রয়োজন ততটা দক্ষ নই। তবে বর্তমানে বাংলা লেখায় এডসেন্স বা বিজ্ঞাপন দেখায় ফলে বাংলাতে ব্লগ লিখে আপনি আয় করতে পারছেন সহজেই।
ব্লগিং করে ইনকামের মাধ্যমগুলো কি কি
অনলাইনে ব্লগিং করার দুটি মাধ্যম রয়েছে। এগুলোর মধ্যে হলো নিজের ওয়েব সাইট তৈরী করে সেখানে কন্টেন্ট পাবলিশ করা অথবা অন্যের ওয়েব সাইটে নিজের লেখা পাবলিশ করা এতে ঐ সাইটের মালিক আপনার লেখার উপর উপার্জিত অর্থের একটা অংশ রেখে বাকি অংশ আপনাকে দিবে। প্রথমে আপনার মনে হতে পারে যে নিজের লেখা অন্যের সাইটে দিলে তো কিছুটা লস নিজে সাইট তৈরী করাই তো বেশি লাভজনক, তবে প্রকৃতপক্ষে হচ্ছে নিজে একটা সাইট তৈরী করতে হলে প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে ৫০০০/- থেকে ১০,০০০/-, ২০,০০০/- এর উর্ধ্বেও হতে পারে।
এখানে টাকা খরচ করাটাই মূল বিষয় না, ওয়েব সাইট ডিজাইন করা, নিয়মিত আপডেট করা এবং রক্ষনাবেক্ষন করা, সর্বশেষ সাইটে প্রচুর কন্টেন্ট পাবলিশ করার পরে সেটাকে এসইও করে ভিজিটর বাড়ানো, কেননা এইসব কাজ করলেই যে ইনকাম শুরু হয়ে যাবে তা কিন্তু না, আপনার সাইটে ভিজিটর না আসলে সকল কষ্টই বৃথা, সবমিলিয়ে পুরো বিষয়টি অনেক জটিল একটি প্রক্রিয়া। এগুলোই কিন্তু শেষ না, প্রতিবছর নির্ধারিত টাকা দিয়ে ওয়েব সাইট রিনিউ করতে হয়, যেটা প্রথমে ক্রয় করার থেকে রিনিউ করা কিছুটা বেশি ব্যায়বহুল। সুতরাং অনেকেই নিজের তৈরী সাইটের থেকে অন্যের সাইটে কন্টেন্ট পাবলিশ করে অর্থ উপার্জনকে সহজ মনে করেন।
তবে তাই বলে যে কেউ নিজে ওয়েবসাইট তৈরী করছে না তা কিন্তু নয়। অনেকেই নিজে ওয়েব সাইট তৈরী করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়েছেন, তবে যারা শুরু করেন তাদের মধ্যে অধিকাংশরাই এক সময় হাল ছেড়ে দেন।
সহজে কিভাবে শুরু করা যায়
অন্যের সাইটে কন্টেন্ট পাবলিশ করার সব থেকে বড় সুবিধা হলো শুরু করতে কোন টাকা লাগেনা, ০ থেকে শুরু করা যায়। এতে একটা সময় যদি আপনার মনে হয় কন্টেন্ট রাইটিং ছেড়ে দিবেন তাতেও আপনার কোন লস নেই। এছাড়াও কিছু বড় বড় সাইট রয়েছে যেখানে কন্টেন্ট পাবলিশ করলে এসইও করার কোন রখম টেনশন নেই, ঐ সাইটগুলো ইতোমধ্যে জনপ্রিয় সাইট হওয়ায় আপনার লেখাগুলো খুব সহজেই ভিজিটর পাবে।
এরখম কিছু সাইট হলো টেকটিউনস, কোরা, রোর বাংলা, গ্রাথোর, জেআইটি এবং গেট পেইড বাংলাসহ আরো বেশ কিছু সাইট রয়েছে যেখানে আপনি শুধু লিখেই পাবলিশ করতে পারবেন, আপনার কোন ইনভেস্ট করতে হবেনা। তবে প্রত্যেকটি সাইটেরই নিজস্ব কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে মেন্টেইন করেই আর্টিকেল লিখতে হবে।
ব্লগিং এ ইনকাম কেমন
কিছু সাইট রয়েছে যেখানে আপনাকে প্রতি আর্টিকেল লিখার জন্য ১০০/- থেকে ৩০০০/- টাকা প্রদান করবে আবার কিছু সাইট রয়েছে যেখানে আপনার কন্টেন্ট এর ভিউ অনুসারে প্রতি ১০০০ ভিউ এর জন্য ৫০০ টাকা হারে প্রদান করবে। সাইটগুলোতে আপনাকে সর্বনিম্ন ৩৫০ কোন গুলোতে ৪০০ বা ৫০০ ওয়ার্ডের আর্টিকেল লিখার শর্ত দিবে। এছাড়াও কিছু সাইটে প্রথমে ৫-১০ টি আর্টিকের ফ্রিতে লিখে দিয়ে পরবর্তীতে আর্নিং শুরু করার শর্তও দিয়ে থাকে। আপনি বিভিন্ন সাইটের শর্ত সমূহ যাচাই বাছাই করে আপনার পছন্দ অনুসারে সিলেক্ট করতে পারেন।
যদি আপনার নিজের ওয়েব সাইট হয়ে থাকে তাহলে ৫০০ ওয়ার্ডের বেশি ৩০/৪০ টি আর্টিকেল লিখে পরবর্তীতে গুগুল এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন। এডসেন্স এপ্রুভ হলে আপনার আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করবে, বিজ্ঞাপনে ক্লিক করার উপর নির্ভর করে সেই হার অনুযায়ী আপনি ডলার আয় করতে পারবেন। এখানে আয়ের কোন সীমাবদ্ধতা নেই, অন্যের সাইট হোক বা নিজের যত বেশি পরিশ্রম করতে পারবেন ইনকাম তত বেশি করতে পারবেন। অনেকই গড়ে ২০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন।
ব্লগিংয়ে সতর্কতা
তবে মনে রাখবেন আপনি যদি মনে করেন গুগুলে প্রচুর কন্টেন্ট লিখা আছে সেখান থেকে সম্পূর্ণ/আংশিক বা বিভিন্ন সাইট থেকে কিছু কিছু করে কপি করে অথবা অন্যের কোন লেখা কপি করে আপনার সাইটে পাবলিশ করে ইনকাম করবেন তাহলে আপনার ব্লগিং করে ইনকাম করার ভবিষ্যত অন্ধকার। গুগুল এই বিষয়ে প্রচুর সর্তক, কপি কন্টেন্ট ব্যবহার করলে আপনাকে কখনোই এডসেন্স দিবেনা, চেষ্টা করতে হবে ১০০ ভাগ কন্টেন্ট ইউনিক হওয়ার।
কি কি লিখে ব্লগিং করা যায় ?
এডাল্ট কন্টেন্ট ব্যতীত দুনিয়াতে অর্থ বহুল যতধরনের সাবজেস্ট আছে সকল কিছু নিয়েই আপনি ব্লগিং করতে পারেন, তবে আমি বলবো আপনি সেটা নিয়েই কাজ করুন যেটা আপনি ভালো বুঝেন এবং ভিজিটরদেরকে ভালোভাবে বুঝাতে সক্ষম হবেন। কোন বিষয়ের প্রতি ভালো ধারনা না থাকলে আপনি বেশিদূর আগাতে পারবেন না। এছাড়াও বর্তমান সময়ে মার্কেটে গ্রহনযোগ্যতা বেশি, বা অধিকাংশ মানুষ যে বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করে ঐ বিষয়গুলো নিয়ে শুরু করতে পারেন, এতে বেশি সংখ্যাক ভিজিটর পাওয়ার সম্ভাবনা বেশি, আর ভিজিটর বেশি হলেই আপনার ইনকামও বেশি হবে।
এরকম আরো তথ্যবহুল আর্টিকেল পড়তে ভিজিট করুন eicenterbd.com