hamster kombat কি, আসলেই কি এই গেম থেকে ইনকাম করা সম্ভব ?
hamster-kombat একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে গেইম খেলে টাকা ইনকাম করা যায়। এই ধরনের প্ল্যাটফর্মগুলো মূলত প্লে টু আর্ন অর্থাৎ খেল এবং ইনকাম কর ভিত্তিতে কাজ করে। একজন ব্যবহারকারী গেইম খেলে বিনোদিত হবে পাশাপাশি টাকা আয়ের সুযোগও পাবে।
hamster kombat থেকে কিভাবে টাকা আয় করা যায় তার প্রক্রিয়াঃ
- গেম খেলুন এবং বিভিন্ন গিফট জিতুনঃ hamster kombat গেম খেললে একজন প্রতিযোগী বিভিন্ন ধাপ উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ গ্রহন করতে পারেন, পরবর্তীতে সেই ধাপ কম্পিলিট বা চ্যালেঞ্জ জিততে পারলে প্রাইজ মানি বা কয়েন পেতে পারেন।
- NFT (Non-Fungible Tokens) ক্রয় এবং বিক্রয় করাঃ অন্যান্য প্লে টু আর্ন অনলাইন গেমের ন্যায় এই hamster kombat এ এনএফটি ইউস করা যায়। ক্রয়ের পরে সেটি বেশিদামে বিক্রি করা হয়।
- সিরিজে চ্যালেঞ্জ গ্রহন করাঃ hamster kombat বিভিন্ন সিরিজ টাইপ টুর্নামেন্ট আয়োজন করে যেখানে বিজয়ীরা খেলা শেষে নগদ পুরস্কার পেয়ে থাকেন। এইভাবে সিরিজে অংশগ্রহন করেও টাকা আয় করা যায়।
- রেফারেল প্রোগ্রামঃ অনলাইন ভিত্তিক প্রায় গেইম প্ল্যাটপর্মে রেফার করার সুযোগ দেয়, অর্থাৎ ঐ গেইমের জন্য আপনার পরিচিত আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের জয়েন করিয়ে দিলে বিনিময়ে আপনি কমিশন বা বোনাস হিসেব কয়েন পেতে পারেন।
- গেমের ভিতরে থাকা প্রপার্টি সেল করে আয় করাঃ এই গেইমে ইনডোর প্রপার্টি উদাহরন স্বরূপ ব্যবহারকারীর অ্যানিমেল বা যেকোন কাস্টম আইটেম সেল করে ইনকাম করা যায়।
hamster kombat গেইমটির বিষয়ে কিছু পরামর্শঃ
এই গেইম সম্পর্কে আগে ভালোভাবে জানেন এবং বুঝেন, সহজে জিততে হলে আপনাকে গেইমের নিয়মকানুন এবং বিভিন্ন কলাকৌশল রপ্ত করতে হবে। তাহলে ধাপগুলো সহজে অতিক্রম করতে পারবেন। দেশে অধিকাংশ ক্ষেত্রেই অনলাইন গেইমে ফি সিং লিংক বা বিভিন্ন হ্যা কার রা উৎপেতে থাকে, তাই একাউন্ট সেইফ রাখতে, ব্যক্তিগত বিভিন্ন তথ্য বা কোন একাউন্টের আই ডি পাস ওয়ার্ড শেয়ার করবেননা। এছাড়াও গেইমিং সাইটগুলোতে স্ক্যা ম থাকার সম্ভাবনা থাকে, সেহেতু কোন ইনভেস্ট করার আগে যাচাই করে নিতে ভুল করবেননা। এখান আয় করতে হলে প্রচুর সময় দিতে হবে, খুবদ্রুত কিছু সম্ভবনা বা শুরু করলে খুবদ্রুত ইনকাম হয়ে যাবে সেটাও কিন্তু না। প্রতিনিয়ত বা নিয়ম করে সময় দিতে পারলে প্রাথমিকপর্যায়ে আস্তে আস্তে শুরু হতে পারে। তবে চেষ্টা করলে একটি ভাল উপার্জনের ক্ষেত্র হওয়ার সুযোগ রয়েছে।
তবে সব থেক বড় বিষয় হচ্ছে Hamster Kombat বর্তমানে পুরুষ্কার বা গেইম খেলে জিততে পারলে তারা কয়েন দিচ্ছে, কিন্তু তারা ইতোমধ্যে ঘোষনা করেছে যে তারা $ HMSTR নামে বাজারে মুদ্রা হিসেবে শীঘ্রই লঞ্চ করবে এবং এই কয়েন তখন বিক্রি করে মুদ্রা অর্জন করা যাবে, যে কারনে মূলত সবার মাঝে একটা বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে যে, যদি প্রকৃতপক্ষে এই কয়েনগুলো বাজারে মুদ্রা হিসেবে লঞ্চ করে তাহলে সেটা কেমন মূল্য নির্ধারন করা হবে। যদি এটার উচ্চ মূল্য নির্ধারন করা হয় সেই আশায় অনেকে প্রচুর কয়েন জমা করেছে।
এই hamster kombat গেইম কিভাবে খেলা যায়ঃ
এই গেম একটি টেলিগ্রাম বট এর সাহায্যে খেলতে হয়। মানে হলো এই গেইমটি খেলতে হলে আপনার ফোনে টেলিগ্রাম এ্যা প স ইন্স টল করা থাকতে হবে। তবে গেইম খেলার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন এই গেমে শুধু ট্যাপ করতে হবে ও টাস্ক সম্পূর্ণ করতে হবে। যত বেশি খেলা যায় তত কয়েন অর্জন করা যায়।
আসলেই কি টাকা উপার্জন করা যাবেঃ
এই গেম খেলে প্রকৃতপক্ষে টাকা অর্জন করা যাবে কিনা তা এখনো নিশ্চত করে বলা যাচ্ছে না কারণ যদি hamster kombat তারা $HMSTR নামক মুদ্রা চালু করে এবং গেইম খেলে জিতা কয়েন সমূহকে এই মুদ্রা রূপান্তরিত করার সুযোগ দেয় তবেই টাকা অর্জন সম্ভব হবে। কিন্তু ইতোমধ্যে অনেকেই ধারনা করছে যে শীঘ্রই বাজারে $HMSTR নামক মুদ্রা ছাড়া হবে। অনেকেই ধারনা করছে ক্রিপ্টো কারেন্সির মত এই মুদ্রার বাজারদর খুবই উচ্চ মূল্যের হতে পারে, যদি প্রকৃতপক্ষে গেম কোম্পানি তা করে থাকে তাহলে অনেকেরই স্বপ্ন পূরন হতে পারে, এতে প্রতি মাসে গেইম খেলে ১/২ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে।
এই গেইম কোম্পানি অবশ্য টেলিগ্রামের মালিকানা সেহেতু বর্তমান বিশ্বে টেলিগ্রামের মার্কেট ভ্যালুর উপর নজর দিলেই ধারনা করা যায় এটি একটি শক্তিশালী প্রতিষ্ঠান। তবে এর বাজার মূল্য নির্ধারনের পিছনে এর চাহিদাও নির্ভর করবে। সর্বশেষ তথ্যমতে আগামী ২৬ তারিখ এই বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে।
এরখম আরো তথ্যমূলক ব্লগ পেতে আমাদের ওয়েব সাইট eicenterbd.com ভিজিট করতে পারেন।