keyboard এর গুরুত্বপূর্ণ শটকার্ট এবং কোন শটকার্ট কোন কাজে ব্যবহার করা হয়
আমরা অনেকেই কম্পিউটার এ টাইপসহ এমএস ওয়ার্ড এর বিভিন্ন কাজ জানি, তবে computer এর Keyboard এর এই শর্টকার্টগুলো জানা থাকলে কাজের গতি অনেকটাই বেড়ে যাবে, ৩০ মিনিটের কোন একটি কাজ করার সময় অনায়াসে ৫-১০ মিনিট সময় কম লাগবে এই কিবোর্ড শর্টকার্টগুলো জানা থাকলে।
MS Word Keyboard -এর শটকার্ট ব্যবহারঃ
- Ctrl + A = প্রদর্শিত ডকুমেন্টের সকল শব্দগুলোকে সিলেক্ট করতে এই কমান্ড করা হয়ে থাকে।
- Ctrl + B = সিলেক্টেড টেক্সটগুলোকে বোল্ড বা স্বাভাবিকের থেকে কিছুটা মোটা করতে এই কমান্ড ব্যবহৃত হয়।
- Ctrl + C = সিলেক্টেড টেক্সট কপি করা। (Copy)
- Ctrl + D = ফন্ট পরিবর্তনের জন্য ডায়ালগ বক্স ওপেন করতে এই কমান্ড ব্যবহৃত হয়।
- Ctrl + E = এলাইনমেন্ট এ টেক্সগুলো সেন্টারে সাজাতে ব্যবহার করা হয়।
- Ctrl + F = কোন ওয়ার্ড খোঁজা বা রিপলেস করা। (Find World)
- Ctrl + G = ডকুমেন্টের অনেকগুলো পৃষ্টার মধ্যে নির্দিষ্ট কোন একটি পৃষ্টায় যেতে এই কমান্ড ব্যবহার করা হয়ে থাকে।
- Ctrl + H = কোন এক বা একাধিক শব্দকে নতুন অন্য কোন শব্দ দিয়ে রিপ্লেস করতে এই কমান্ড ব্যবহার করা হয়ে থাকে।
- Ctrl + I = সিলেক্টেড টেক্সট ইটালিক করা। (Italic)
- Ctrl + J = সিলেক্টেড টেক্সটগুলোর এলাইনমেন্ট জাস্টিফাইড বা সমানভাবে বিচরণের জন্য ব্যবহার করা। (Justify)
- Ctrl + K = হাইপারলিংক তৈরী করতে এই কমান্ড ব্যবহার হয়। (Hyperlink)
- Ctrl + L = সিলেক্টেড টেক্সটকে লেফট এলাইনমেন্ট এ সাজাতে ব্যবহা করা হয়। (Left Align)
- Ctrl + M = ইনভেন্ট দেয়া।
- Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট ওপেন করা। (New File)
- Ctrl + O = আগের তৈরী করা কোন ফাইল চালু করতে এই কমান্ড ব্যবহার করা হয়ে থাকে।
- Ctrl + P = প্রিন্ট চার্ট ওপেন করা। (Print)
- Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেস বাড়ানোর জন্য।
- Ctrl + R = সিলেক্টেড টেক্সটকে রাইট এলাইনমেন্টে সাজাতে ব্যবহার করা হয়ে থাকে। (Right Align)
- Ctrl + S = ডকুমেন্টটি নির্দিষ্ট কোন ফাইলে সেইভ করতে এই কামান্ড ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও প্রথমবার ফাইল সিলেক্ট করে সেইভ করার পরবর্তীতে পুনরায় চাপলে আগের জায়গায় সংশোধিত অংশ সেইভ হয়ে যায়।
- Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে।
- Ctrl + U = সিলেক্টেড টেক্সট আন্ডারলাইন করতে ব্যবহার।(Underline)
- Ctrl + V = পূর্বের কপি করা কোন টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
- Ctrl + W = প্রদর্শিত ফাইলটি ক্লোজ করার জন্য। (Close File)
- Ctrl + X = প্রদর্শিত ডকুমেন্টে সিলেক্টটেড কিছু কাট বা মুভ করে অনত্র সরানোর জন্য।
- Ctrl + Y = রিপিট করার করতে ব্যবহার করা হয়। (Redo)
- Ctrl + Z = আগের অবস্থায় ফিরে যেতে। (Undo)
- Ctrl+Alt+Delete ব্যবহার করলে কম্পিউটার Restart করা যায়।
কী-বোর্ডের ফাংশন Key F1 থেকে F12 পর্যন্ত বাটনের ব্যবহারঃ
F1 : সাহায্যকারী কি, যা চাপলে প্রোগ্রামের হেল্প পেইজ ওপেন হয়।
F2 : ফাইল/ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য।
Alt+Ctrl+F2 চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট ওপেন হয়,
Ctrl+F2 চাপলে প্রিন্ট অপশনসহ প্রিভিউ দেখা যায়।
F3 : চাপলে মাইক্রোসফট উইন্ডোজ এবং বেশ কিছু প্রোগ্রামের সার্চ বক্স সামনে আসে।
Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কার্সর রাখা অংশের লেখা ছোট থেকে বড় হাতের, একত্রে সবগুলো বড় হাতের ইত্যাদি করা যায়।
F4 : ওয়ার্ডের last action performed Repeat করার জন্য ব্যবহার করা হয়।
Alt+F4 চাপলে প্রদর্শিত প্রোগ্রামটি বন্ধ হয়।
Ctrl+F4 চাপলে সক্রিয় সবগুলো প্রোগ্রাম বন্ধ করা যায়।
F5 : উইন্ডোজ ও ব্রাউজার Refresh করা যায় এবং একই সাথে ওয়ার্ডে কাজ করার সময় Ctrl + F, Ctrl + G, Ctrl + H এর যেসকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলোরও কাজ করা যায়।
F5 : Power Point এ স্লাইড শো শুরু করা যায়।
F6 : মাউসের কার্সরকে ওয়েব সাইটের লিংক এ নিয়ে যায়।
F7 : ওয়ার্ডে লেখার সময় শব্দের বানাণ এবং গ্রামার সঠিক করা বা চেক দেওয়া যায।
Shift+F7 চাপলে ওয়ার্ডের কোনো শব্দের প্রতিশব্দ/বিপরীত শব্দ/শব্দের ধরন জানার ডিকশনারি চালু করা যায়।
F8 : অপারেটিং সিস্টেম চালু করার সময় এই কমান্ড ইউস হয়ে থাকে। উইন্ডোজ চালু করার সময় Safe Mode-এ চালু করতে এই কমান্ড সহায়তা করে থাকে।
F9 : Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার।
F10 : ইন্টারনেট ব্রাউজার এবং উইন্ডোতে প্রদর্শিত প্রোগ্রামের মেনুবার খুঁজতে ও নির্বাচন করতে ব্যবহার হয়।
F11 : ব্রাউজারের মোড ফুল-স্ক্রিন করা ও বন্ধ করা হয়।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এবং পিসিতে অভ্র কিবোর্ড অন করা থাকলে তার ফ্রন্ট চেইঞ্জ করতে ব্যবহার করা হয়।
keyboard shortcuts গুলো শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কম্পিউটারে কাজ করার সময় সহজেই keyboard shortcuts গুলো খুঁজে পাওয়া যাবে এবং শেয়ার করলে অন্যরাও important keyboard shortcuts গুলো সহজেই পেয়ে যাবে।
MS Word এর সকল keyboard shortcuts সংক্রান্তে আমাদের ওয়েব সাইটে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল(All keyboard commands in MS Word) রয়েছে, যেখানে সকল keyboard shortcuts গুলো উল্লেখ করা হয়েছে।
এমন আরো তথ্যমূলক আর্টিকেল পড়তে আমাদের ওয়েব সাইট eicenterbd.com ভিজিট করতে পারেন।