চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩৩৮ টি রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূণ্যপদ শর্তসাপেক্ষে পূরণের নিমিত্তে এই চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে।
চাকরি বিজ্ঞপ্তি
ক্রঃ নং | পদের নাম ও বেতন স্কেল (জাঃ বেঃ স্কেল ২০১৫ অনুযায়ী) | পদের সংখ্যা | বয়স সীমা | শিক্ষাগত যোগ্যতা | মন্তব্য |
০১ | ট্রেন এক্সামিনার | ৪৫ টি | ১৮ থেকে | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। | সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। |
০২ | ট্রেন কন্ট্রোলার | ২৭ টি | ১৮ থেকে | ||
০৩ | ট্রাফিক এ্যাপ্রেন্টিস | ১৮ টি | ১৮ থেকে ৩০ বছর | ||
০৪ | ট্রেড এ্যাপ্রেন্টিস | ২৪৮ টি | ১৮ থেকে ৩০ বছর | কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদন ফরম পূরণ এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্ত অনুসরণ করতে হবেঃ
০১। প্রার্থীর বয়স ০১/০৭/২০২৪ তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী কোটাধারীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর, তবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর।
০২। বিভাগীয় প্রার্থী বা অন্য কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের এনওসি বা অনাপত্তি ছাড়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
০৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা যথাযথভাবে পালন করা হবে।
০৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়াও পূরণকৃত Application Form এর সাথে সত্যায়িত একসেট ফটোকপি জমা দিতে হবে। স্থায়ী ঠিকানা প্রমানের জন্য চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক সনদ, এনআইডির মূল কপি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আবেদনকারী যে মুক্তিযোদ্ধার সন্ত্রান বা নাতি এসংক্রান্তে চেয়ারম্যান/কাউন্সিলর/মেয়র কর্তৃক সনদের মূল কপি এবং সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মহিলা কোটা ছাড়া অন্যান্য কোটার ক্ষেত্রেও কোটা দাবীর স্বপক্ষে যথোপযুক্ত প্রমান দাখিল করতে হবে।
০৫। কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য প্রার্থী হলে তার পিতা-মাতার সাথে তার সম্পর্ক প্রমাণের জন্য নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে। উল্লেখ্য যে, পিতা-মাতা বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে ২০ বছর চাকুরী সম্পন্ন না করলে এই কোটার সুবিধা প্রাপ্ত হবেন না।
০৫। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করতে পারেন।
০৬। নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত মর্মে বিবেচিত হবে।
০৭। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য টিএ/ডিএ বা কোন ভাতা প্রদান করা হবেনা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ০৮/০৮/২০২৪
আবেদনপত্র পূরণের ক্ষেত্রে শর্তাবলীসহ আবেদন প্রক্রিয়া ও পরীক্ষায় অংগ্রহনের বিষয়ে বিধিনিষেধ সক্রান্ত জানতে চাকরি বিজ্ঞপ্তির মূল পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।
আরো চাকরি বিজ্ঞপ্তি জানতে ক্লিক করুন।
Really fantastic visual appeal on this site, I’d rate it 10 10.
I really like your blog.. very nice colors & theme.
Did you make this website yourself or did you hire someone
to do it for you? Plz reply as I’m looking to construct my own blog and would like to know where
u got this from. kudos