বিমানবাহিনীতে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪ টি ক্যাটাগরিতে ক্যাডেট অফিসার পদে বাংলাদেশ বিমান বাহিনীর এই চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
পদের নাম : জিডি(পি)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ। GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল-এ ‘ও’ লেভেলে গণিত ও পদার্থসহ ন্যুনতম ৫টি বিষয়ে কমপক্ষে লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
পদের নাম : ইঞ্জিনিয়ারিং
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ। GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল-এ ‘ও’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যুনতম লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
পদের নাম : লজিস্টিক/এটিসি/এডিডাব্লিউসি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ। GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল-এ ‘ও’ লেভেলে গণিত ও পদার্থসহ ন্যুনতম ৫টি বিষয়ে কমপক্ষে লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
পদের নাম : এডমিন
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০। GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল-এ ‘ও’ লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যুনতম লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি।
অন্যান্য যোগ্যতা :
নাগরিকত্ব : অবশ্যই বাংলাদেশি নাগরিক পুরুষ অথবা মহিলা হতে হবে। বৈবাহিক অবস্থা : অবিবাহিত বা অবিবাহিতা।
বয়স : ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (১৯/১২/২০২৪ তারিখে), বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য হবেনা।
উচ্চতা : প্রার্থী পুরুষ : কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।
মহিলা প্রার্থী : জিডি(পি) সর্বনিম্ন ৬৪ ইঞ্চি, অন্যান্য : সর্বনিম্ন কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ : কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ : ২ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতানুযায়ী।
চোখ : দু চোখের দৃষ্টিশক্তি : ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও এডমিন-৬/৬০, এটিসি/এডিডব্লিউসি-৬/১২ ও জিডি(পি)-৬/৬ পর্যন্ত।
প্রার্থীর জন্য অযোগ্যতা :
১ । বিমানবাহিনীসহ বাংলাদেশের যে কোন সামরিক বাহিনী এবং অন্য যে কোনো সরকারি চাকরি হতে কর্তৃপক্ষ কর্তৃক বরখাস্ত/অপসারিত ও স্বেচ্ছায় অবসর গ্রহণ করে থাকলে।
২। বিমানবাহিনীসহ সামরিক ISSB এক্সাম এ ২ বার স্ক্রীন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে, তবে একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।
৩। ফৌজদারী কার্যবিধি আইন অনুসারে যে কোনো অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ব্যক্তি।
৪। CMB অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে জিডি(পি) শাখার জন্য কমপক্ষে ০১ বছর পূর্বে এবং অন্যান্য শাখার জন্য কমপক্ষে ০৬ (ছয়) মাস অতিবাহিত হওয়ার পর চিকিৎসা/স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহন করা যাবে।
প্রশিক্ষণ/কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (BUP) এর অধীনে Bsc (সম্মান) অ্যারোনটিক্স/বিবিএ ডিগ্রি অর্জন।
বিশেষ সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,৫০০ টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
৯১ বিএএফএ কোর্স এ যোগদানের সম্ভাব্য তারিখ: ১৯/১২/২০২৪
নির্বাচন পদ্ধতি :
১। প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র এডমিন শাখার জন্য : আইকিউ, ইংরেজি ও সাধারন জ্ঞান।
২। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষাঃ
৪। আজবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।
৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (বিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
বি: দ্র: পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, খড়ি ইত্যনি) এবং ব্যাগ বহন কথা সম্পূর্ণ নিষিদ্ধ।
হুঁশিয়ারি
ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। কেননা বিমানবাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই।
শর্ত প্রযোজ্য : সকল নিয়ম ও শর্ত পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা বিমান বাহিনী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি:
ক্যারিয়ার: বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও ইঞ্জিনিয়ারিং অফিসার, লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং এডমিন অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
বিদেশে প্রশিক্ষণ : প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।
উচ্চ শিক্ষা সুবিধা : বিমান বাহিনীর তত্ত্ববধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণের সুযোগ।
বাংলাদেশ দূতাবাস : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে বিমানবাহিনীর ক্যাডেট অফিসারদের নিয়োগ প্রাপ্তির সুযোগ।
বাসস্থান ও রেশন : বিমানবাহিনীর সদস্যদের নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়ন : সন্তানদের যোগ্যতার ভিত্তিতে Bangabandhu Sheikh Mujibur Rahman Aviation and Aerospace University, BUP, Armed Forces Medical College, MIST, Cadet College ও বিমানবাহিনী পরিচালিত BAF Shaheen College (Bangla & English Version) & English Medium (British Curriculum) এ পড়াশোনার সুযোগ।
যাতায়াত : বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে অন্য আরেকটি ঘাঁটিতে সপরিবারে বিমান অথবা হেলিকপ্টারযোগে ফ্রিতে যাতায়াতের সু-ব্যবস্থা।
গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট : বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের জন্য সহজ শর্তে সুদমুক্ত গাড়ির লোন সুবিধা এবং DOHS-এ প্লটপ্রাপ্তির সুযোগ।
চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা; প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎকার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
শাখা পরিবর্তনের সুযোগ : উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যেগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অনান্য শাখায় কমিশনপ্রাপ্তির সুযোগ।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
বিমানবাহিনীর https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমানবাহিনীর সদরদপ্তর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক ‘Eligible for Application Without Payment’ অপশনটি ‘Yes’ নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখসমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে (ক্যাডেট কলেজ/সকল কলেজের জন্য প্রযোজ্য নয়)।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে ‘Submit’ করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি ‘Submit’ করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ‘Download’ করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd-এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে। উক্ত আবেদেনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ ০১ মে ২০২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৪। শর্ত প্রযোজ্য।
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
বিমানবাহিনীতে চাকুরি প্রার্থীদের আবেদনপত্র যথাযতভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় প্রবেশপত্র ও নিম্নবর্ণিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
১। সকল একাডেমিক যোগ্যতার সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক) জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩। সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)।
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র;
৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;
৭। খেলাধুলা/অন্যান্য যেকোন বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
৮। বৈদেশিক শিক্ষাসনদ এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
পরীক্ষার তারিখ
২৬/০৬/২০২৪
০৭/১০/১৪/২১/২৪/২৮ ও ৩১ জুলাই ২০২৪
০৪/০৭/১১/১৩/১৮/২১ ও ২৮ আগস্ট ২০২৪
০১/০৮/১১/১৫/১৮/২২/২৫ ও ২৯ সেপ্টেম্বর ২০২৪
পরীক্ষা কেন্দ্র
সকল বিভাগ ও সকল জেলার চাকুরি প্রার্থীদের জন্য:
বিএএফ তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
পরীক্ষা গ্রহণের দিন অবশ্যই সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে যথাস্থানে উপস্থিত থাকতে হবে।
আরো অন্যান্য চাকুরি বিজ্ঞপ্তি জানতে এখানে ক্লিক করুন।
I have been exploring for a bit for any high-quality articles or blog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this website. Reading this info So i am happy to convey that I have an incredibly good uncanny feeling I discovered exactly what I needed. I most certainly will make sure to do not forget this website and give it a glance on a constant basis.
Hi there to every body, it’s my first go to see of this blog;
this website includes awesome and actually excellent information in favor of readers.
homepage
Keep on writing, great job!
casino en ligne
An impressive share! I’ve just forwarded this onto a friend who had been doing a little
homework on this. And he in fact ordered me dinner because I discovered it for him…
lol. So allow me to reword this…. Thank YOU for the meal!!
But yeah, thanx for spending some time to discuss this topic here on your website.
casino en ligne
My partner and I absolutely love your blog and find
the majority of your post’s to be exactly what I’m looking for.
Do you offer guest writers to write content in your case?
I wouldn’t mind writing a post or elaborating on a number of the subjects you write
about here. Again, awesome blog!
casino en ligne
I do not even know the way I stopped up right here, however I believed this submit was once good.
I do not recognise who you might be however definitely you’re going to a famous blogger should you
are not already. Cheers!
casino en ligne
Wonderful beat ! I wish to apprentice at the same time
as you amend your web site, how could i subscribe for a
blog website? The account aided me a appropriate deal.
I have been tiny bit familiar of this your broadcast provided shiny transparent concept
casino en ligne
Howdy! I know this is kind of off topic but I was wondering
which blog platform are you using for this site?
I’m getting tired of WordPress because I’ve had problems with
hackers and I’m looking at options for another platform.
I would be awesome if you could point me in the
direction of a good platform.
casino en ligne
An interesting discussion is definitely worth comment.
I believe that you need to publish more on this subject, it may not be a taboo subject but
usually people do not talk about such issues. To the next!
Best wishes!!
casino en ligne
I was wondering if you ever thought of changing the page layout of your website?
Its very well written; I love what youve got to say. But maybe you could a little
more in the way of content so people could connect with it better.
Youve got an awful lot of text for only having 1 or 2 images.
Maybe you could space it out better?
casino en ligne
If you would like to get a great deal from this piece of writing
then you have to apply such strategies to your won webpage.
casino en ligne
5ukjmr